প্রি-ম্যাট্রিক ও পোস্টম্যাট্রিক স্কলারশিপ সংক্রান্ত
আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর যে সব ছাত্র ছাত্রী প্রিম্যাট্রিক ও পোস্টম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ OASIS স্কলারশিপ আবেদন করেছিলে, অথচ নিজের খাদ্যসাথী রেশন কার্ডের নম্বর যোগ করোনি, তারা অবিলম্বে ওই নম্বর যুক্ত করে সব কাগজ পত্র (রেশন কার্ডের জেরক্স সহ) স্কুল অফিসে সৌভিক স্যার বা সম্রাট স্যারের হাতে জমা দেবে। তাছাড়া স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারো।
Tags
Shcolarship