About Our School

বিদ্যালয় সম্পর্কে

রামলালপুর ঘনবন উচ্চ বিদ্যালয় বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীসংখ্যা এক হাজারের অধিক। এটি একটি সহপাঠক্রমিক বিদ্যালয়। 

অবস্থান

গ্রাম-রামলালপুর,
পোঃ- পায়রাশোল,
থানা- মেজিয়া,
জেলা- বাঁকুড়া,
পশ্চিমবঙ্গ
পিন- ৭২২১৪৩

গুগল ম্যাপে দেখুন

সুবিধাসমূহ

এটি একটি সরকার পোষিত (বর্তমানে গভঃ স্পনসরড ) উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের নিমিত্তে সকল প্রকার সরকারি সুযোগসুবিধা এখানে উপলব্ধ, যথা-
১) কন্যাশ্রী
২) শিক্ষাশ্রী
৩) সবুজসাথি 
৪) অনগ্রসর শ্রেণীসমূহের জন্য প্রি-মেট্রিক, পোষ্ট-মেট্রিক
৫) বিপিএল তালিকাভুক্তদের জন্য বিশেষ স্কলারশিপ প্রভৃতি।

আবাসিক হোস্টেল 

বিদ্যালয়ে বর্তমানে ২০ টি আসনবিশিষ্ট একটি আবাসিক আশ্রম রয়েছে। দুরবর্তী এলাকার দরিদ্র এবং মেধাবি ছাত্রদের জন্য এই আশ্রম হোস্টেলটি বিশেষ সহায়কের ভুমিকা পালন করছে।