Notice Regarding K2 Form fill up

Notice Regarding K2 Form fill up

K2 ফর্ম ফিল আপ করতে যা যা লাগবে


1) ছাত্রীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স;

2) ছাত্রীর আধার কার্ডের জেরক্স;

3) ছাত্রীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি (রঙিন অথবা সাদাকালো);

4) ছাত্রীর মাধ্যমিক এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স। না থাকলে, স্কুলের দেওয়া বয়সের প্রমানপত্র;

5) অঞ্চল অফিসের দেওয়া অবিবাহিত শংসাপত্র বা Unmarried Certificate;

6) অভিভাবকের (বাবা অথবা মায়ের) ভোটার কার্ডের জেরক্স।

মনে রাখতে হবে, কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে হলে মেয়েকে সশরীরে বিদ্যালয়ে আসতে হবে এবং অভিভাবককে (অর্থাৎ বাবা অথবা মা'কে) সঙ্গে নিয়ে আসতে হবে, অন্য কোনো অভিভাবক চলবে না।

মেয়ের বিয়ে হয়ে গেলে কোনো অবস্থাতেই কন্যাশ্রী হবে না।

এবছর অর্থাৎ 2021-22 কন্যাশ্রী আপগ্রেডেশন (K2) ফর্ম ফিল আপ হবে 5 এবং 6 জুলাই, বেলা 11টা থেকে 2.30 পর্যন্ত।
Previous Post Next Post